সিপিএম এর মিছিলে বোমাবাজীর অভিযোগে থানায় স্মারকলিপি পেশ , প্রতিবাদ মিছিল

2nd January 2021 12:17 pm বাঁকুড়া
সিপিএম এর মিছিলে বোমাবাজীর অভিযোগে থানায় স্মারকলিপি পেশ , প্রতিবাদ মিছিল


তৌসিফ আহমেদ ( ইন্দাস ) : গত ৩১ শে ডিসেম্বর ২০২০ তারিখে বিষ্ণুপুর থানার বেলশুলিয়ায় সিপিএমের মিছিলে বোমাবাজী করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ । সেই হামলায় ১৮ জন কর্মী সমর্থক জখম হন বলে দাবী বাম নেতৃত্বের । কৃষি বিলের বিরোধীতা করে কৃষক আন্দোলনে সংহতি জানিয়ে বামেদের সেই মিছিলে হামলার ঘটনায় উত্তেজনা ছড়ায় রাজনৈতিক মহলে । দোষীদের শাস্তির দাবীতে এবার পথে নামলো সিপিএম । বাঁকুড়া র ইন্দাসে সিপিএমের ডাকে অনুষ্ঠিত হল প্রতিবাদ মিছিল । তার পাশাপশি ইন্দাস থানায় স্মারকলিপি জমা দিলেন বাম নেতৃত্বরা । নির্বাচন আসন্ন । বাস্তব অভিজ্ঞতার নিরিখে মানুষ তৃণমূল কে প্রত‍্যাখ‍্যান করেছে । এটা বুঝতে পেরেই তৃণমূল হামলা করেছে বলে অভিযোগ বামেদের । যদিও এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই বলে দাবী করেছেন স্থানীয় শাসক শিবিরের নেতারা   । ইন্দাসে আয়োজিত প্রতিবাদ মিছিলে এলাকার বিভিন্ন বাম কর্মীরা পা মেলান ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।